১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশের লক্ষ্য ‘সেমিফাইনাল’!

- Advertisement -

এই তো কয়েক মাস আগের কথা! যেকোনো প্রেস কনফারেন্স কিংবা ব্যক্তিগত ইন্টারভিউয়ে বাংলাদেশ দলের কোনো ক্রিকেটার যখন বলতেন, “বিশ্বকাপ জিততে চাই”; দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত সেই স্বপ্নটাকেই সত্যি ভাবার সাহস পেতেন! অথচ, দিন কিভাবে বদলে যায়! সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ইস্যুতে বিশ্বকাপ জেতা দূরের কথা, সেমিফাইনালে ওঠার স্বপ্নটাও বাড়াবাড়ি মনে হতেই পারে! ভক্ত হিসেবে টাইগারদের নিয়ে আপনার প্রত্যাশা যতটুকুই থাকুক, দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, বাংলাদেশের সেমিফাইনাল খেলা সম্ভব।

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে জানিয়েছেন টাইগারদের লক্ষ্যের কথা, “আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। যদি জিজ্ঞেস করেন সত্যিকার অর্থেই কেমন সুযোগ আছে- আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল বা নক আউট স্টেজে খেলতে পারব। এটা আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে”

সাত মিনিটের প্রেস কনফারেন্সে টাইগার কোচ কথা বলেছেন আরো বেশ কিছু প্রসঙ্গ নিয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া শরীফুল ইসলাম-তাওহীদ হৃদয়-তানজিদ হাসান তামিম-তানজিম হাসান সাকিবদের ওপর আস্থা রাখছেন হাথুরুসিংহে, “আমাদের মনে হয় চার-পাঁচজন ক্রিকেটার আছে ওই বিশ্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। কারণ অতীতেও তারা এটা করেছে, অনেক এনার্জি আছে। আমি পুরো দল ও এমনকি আমার স্টাফদের নিয়ে রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমাদের বড় প্রত্যাশা আছে” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img