২৭ জুলাই ২০২৪, শনিবার

বাংলাদেশে আসছেন না হাফিজ

- Advertisement -

পাকিস্তান দলের অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ হাফিজ নিজেকে বাংলাদেশ সফর থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতেই তার এই সিদ্ধান্ত। হাফিজের জায়গায় পাকিস্তান দলে দেখা যেতে পারে অলরাউন্ডার ইফতিখার আহমেদকে।

দেখা যেতে পারে ইফতিখার আহমেদকে

সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি সফরকারিরা টাইগারদের বিপক্ষে খেলবে দুইটি টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচও। ১৯ তারিখে মিরপুর শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল; ২০ এবং ২২ নভেম্বরে একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ।

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। ৫ বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img