১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

‘বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ সম্মানিত বোধ করছি’

- Advertisement -

স্টিভ রোডস দীর্ঘদিন ছিলেন জাতীয় দলের কোচ। বাংলাদেশটা ছিল দ্বিতীয় ঘর। পুরো বছরটাই তার কেটে যেত এখানেই, এমনকি ছুটির সময়গুলোতেও পরিবারের নিকট ফিরে না গিয়ে খেয়াল রাখতেন লিগগুলোতে; দারুণ কিছু খেলোয়াড় উঠে আসবে এই আশায়। বিশ্বকাপের পর পর তাকে সরিয়ে আনা হয়েছে রাসেল ডমিঙ্গোকে, তাতে কষ্ট নেই রোডসের। বাংলাদেশে আবারও ফিরতে পেরে বরং ভীষণ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক এই কোচ।

“বাংলাদেশে ফিরতে পেরে আমি যে কি পরিমাণ আনন্দিত সেটা বলে বোঝাতে পারব না। এই দেশের যেখানেই যাই না কেন, সকলেই অনেক অতিথিপরায়ন। আবারও দারুণ সব মানুষের মধ্যে ফিরতে পারব ভাবিনি। দারুণ সম্মান বোধ করছি”-বলছিলেন রোডস

সেইসাথে রোডস জানিয়েছেন সালাউদ্দিনের সাথে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। সেইসাথে স্পষ্ট করেছেন নিজের ভূমিকাটাও, “সালাউদ্দিন খুবই সফল কোচ। আশা করি, প্রধান কোচ হিসেবে তার সাফল্য অব্যাহত থাকবে। সেই দলটার হেড কোচ। আমি এখানে সহায়তা করতে এসেছি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img