১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন ‘ভুল সিদ্ধান্ত’ মনে করছেন হিলি

- Advertisement -

বাংলাদেশের বিগত কয়েকদিনের সহিংসতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে কি না সেই সিদ্ধান্ত জানা যাবে এই সপ্তাহেই। তবে সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করাটা ভুল হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি।

হিলি বলেন, “এই মুহুর্তে আমার জন্য একজন মানুষ হিসেবে সেখানে খেলাটা কষ্টের হবে। এটা একটা ভুল কাজ হতে পারে।”

তবে অজি অধিনায়কের এই মন্তব্যের কারণ নিরাপত্তা নয়। বাংলাদেশের আন্দোলনে নিহত এবং আহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়েই এই কথা বলেছেন হিলি। তার মতে বাংলাদেশের সংকটপূর্ণ সময়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলে অর্থনৈতিকভাবে ঘাটতির মুখে পড়বে এদেশের মানুষ।

৩৪ বছর বয়সী হিলি বলেন, “এমন একটা দেশ যারা এখন অর্থনৈতিক দিক থেকে সংগ্রাম করছে। সে দেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা, তাদের থেকে সম্পদ নিয়ে নেওয়াটা আমার কাছে খুবই কষ্টের। লোকজন মারা যাচ্ছে সেখানে, এই সময়ে যতটুকু সম্ভব তাদের সাহায্য করা উচিত।”

নারী বিশ্বকাপ আয়োজনে ভারত না করার পর বর্তমানে আইসিসির পছন্দের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিকল্প আয়োজক দেশ হিসেবে আছে শ্রীলঙ্কা। এছাড়া বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে জিম্বাবুয়েও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img