১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির হানা

- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির আগে টাইগাররা ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে। মেহেদী হাসান মিরাজ ৬০ রান করে অপরাজিত আছেন, তাওহীদ হৃদয় ৫ রানে ব্যাটিং করছেন।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৮ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। মাত্র ৫ রান করে রিস টপলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন লিটন কুমার দাশ। এরপর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি এই ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তও। প্যাভিলিয়নে ফেরার আগে ১১ বলে করেছেন মাত্র ২ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৮৪ রান করা তানজিদ তামিম এদিনও দারুণ ব্যাটিং করছিলেন। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করেছেন তিনি।

তবে চারে এসে দারুণ খেলছেন মিরাজ। ইনিংসের শুরুর দিকে ইংলিশ পেসারদের বিপক্ষে ধুঁকতে থাকা এ অলরাউন্ডার যত সময় গড়িয়েছে নিজেকে গুছিয়ে নিয়েছেন। লিয়াম লিভিংস্টোনকে বাউন্ডারি মেরে ফিফটি পূর্ণ করেছেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮ ও ১৮ রান। এরপর উইকেটে এসেছেন তাওহীদ হৃদয়।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিস টপলি ও আদিল রশিদ। একটি উইকেট শিকার করেছেন মার্ক উড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img