২৭ জুলাই ২০২৪, শনিবার

বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতলেন মাবিয়া আক্তার

- Advertisement -

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন ইভেন্টে নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণীতে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত।
তিনি স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি মোট ১৮১ কেজি ভার তুলে স্বর্ণ পদক জিতেন।
মোট ১৩২ কেজি ভার তুলে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিলা আক্তার। আর এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেন সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার।
এদিকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ইভেন্টে নারীদের মাইনাস ৫৭ কেজি ফাইটে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের মাইনু মারমা, নারীদের মাইনাস ৫৩ কেজিতে বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা, মাইনাস ৪৯ কেজি ফাইটে একই দলের জান্নাতুল এবং মাইনাস ৪৬ কেজি ফাইটে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নি।
এদিকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের রোলবল নারী বিভাগে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার ভিডিপি দল। রাজধানীর শহীদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে আনসার ১-০ গোলে হারিয়েছে লেজার স্কেটিং ক্লাবকে। আনসার-ভিডিপির পক্ষে একমাত্র গোলটি করেন নাসিবা মাহমুদ।
আর পুরুষ রোল বল ইভেন্টে লেজার স্কেটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। দুটি গোলই করেন রজ্জব আলী সোহাগ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img