২৭ জুলাই ২০২৪, শনিবার

বাংলাদেশ দলে আসছে ‘শ্যাডো ন্যাশনাল টিম’

- Advertisement -

‘বাংলাদেশ টাইগার্স’ নামে নতুন এক দল তৈরী করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত হবে ‘ছায়া জাতীয় দল’।  দেশি কোচের অধিনেই চলবে এই দলের অনুশীলন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে একথা  বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা ঠিকমতো প্র্যাকটিস করারও সুযোগ পাননা, এমন অভিযোগ বেশ পুরোনো। দল থেকে বাদ পড়লেই ক্রিকেটারদের প্র্যাকটিসের পাশাপাশি বন্ধ হয়ে যায় জিমসহ অন্যান্য সুযোগ-সুবিধাও। তাই জাতীয় দল থেকে ছিটকে পড়া ক্রিকেটাররা যাতে বছরের পুরোটা সময়েই প্র্যাকটিস সহ সবধরণের সুযোগ সুবিধা পান, সেজন্যেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

“একটা শ্যাডো ন্যাশনাল টিম গঠন করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মিটিংয়ে সেটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ টাইগার্স নাম হবে দলটির। জাতীয় দলের বাইরে যাওয়ার পর অনেকেই হয়তো প্র্যাকটিস ফ্যাসিলিটি পায়না। তারা যাতে সারাবছর সব ফ্যাসিলিটি পায়, নিজেদেরকে যেন আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত করতে পারে, সেজন্যেই আমরা এমন ব্যবস্থা নিচ্ছি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img