পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়ার পর উড়তে থাকা বাংলাদেশ নারীদলকে আচমকা মাটিতে নামালো থাইল্যান্ড নারী দল। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে তুলে নিয়েছে ৮ উইকেটের ইতিহাস গড়া জয়!
বাংলাদেশকে মাত্র ১৭৬ রানে আটকে ফেলে ২ উইকেটে ১৩২ রান তুলে ফেলে থাইল্যান্ড। এরপর আলোকস্বল্পতার কারণে খেলা আর মাঠে না গড়ানোয় আসল লক্ষ্যের চেয়ে পিছিয়ে থেকেও ডিএল পার স্কোরের চেয়ে এগিয়ে থাকায় জিতে যা তারা।
এই হারে বিশ্বকাপে কোয়ালিফাই করার পথটা কঠিনই হয়ে গেলো নিগার-সালমাদের জন্য।