২৭ জুলাই ২০২৪, শনিবার

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ রফিক

- Advertisement -

ভারতে ছয় দল নিয়ে আগামী মার্চের ৫ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা ‘রোড সেফটি’ ক্রিকেট টুর্নামেন্ট। বলা যায় শেষ মুহূর্তেই অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়া লিজেন্ডস দলের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ লিজেন্ডস নামে একটি দল।

টুর্নেমেন্টে বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রফিক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই পর্দা উঠবে সাবেক কিংবদন্তিদের নিয়ে অনুষ্ঠিতব্য এই আসরের।

ভারতের উদ্দেশ্য আজ সকালে দেশ ছেড়েছেন মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজনরা। ব্যক্তিগত আলাপচারিতায় অলরাউন্ডারকে সুজন জানিয়েছেন, ব্রায়ান লারার উইকেট নিতে চান তিনি।

মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন ছাড়াও বাংলাদেশ দলের খেলবেন আব্দুর রাজ্জাক, নাফিস ইকবাল, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলটরা। অন্যান্য দলগুলোয় আছেন কেভিন পিটারসেন, ব্রায়ান লারা, তিলকারত্নে দিলশান, জন্টি রোডসের মতো সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশ লিজেন্ডস: মোহাম্মদ রফিক (অধিনায়ক), খালেদ মাহমুদ, নাফিস ইকবাল, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহাম্মদ শরিফ, মুশফিকুর রহমান, মামুন রশিদ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img