১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

- Advertisement -

বাংলাদেশের সাথে একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পাকিস্তান সিরিজ মিস করার পর অধিনায়ক হয়ে দলে ফিরেছেন শন উইলিয়ামস।

৮ বছর পর বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশকে কঠিন আতিথেয়তাই দিবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের জন্য ২০ সদস্যের বড় দল ঘোষণা করেছে তারা। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। ক্যান্সারের চিকিৎসার জন্য দলে নেই অলরাউন্ডার সিকান্দার রাজা। দলে নতুন মুখ রয়েছেন বেশ কয়েকজন। পেস বোলিংকে প্রধান অস্ত্র বানিয়ে ঘোষণা করা দলে নেতৃত্ব দিবেন ব্লেসিং মুজারাবানি। স্পিনের ভর থাকবে ওয়েলিংটন মাসাকাদজাদের ওপর।

 

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াডঃ

শন উইলিয়ামস (অধিনায়ক ) রেজিস চাকাবভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গে, কায়া রয়, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড টিরিপানো

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img