পুরোপুরি ফিট না থাকায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার আমের জামাল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় পাওয়া পিঠের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠেননি আমের। আর সে কারণেই তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না বলে জানিয়েছে পিসিবি।
পিসিবির বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডানহাতি ফাস্ট বোলার আমের জামাল। ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়া আমেরকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।”
অবশ্য বাংলাদেশ সিরিজের আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া প্রথম ক্রিকেটার নন আমের। তার আগে গত শনিবার প্রথম টেস্টের দল থেকে রিলিজ দেওয়া হয়েছে স্পিনার আবরার আহমেদ এবং টপ অর্ডার ব্যাটার কামরান গুলামকে। দুজনই খেলবেন বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তান শাহীনসের হয়ে। এমনকি পাকিস্তান শাহীনসকে নেতৃত্বও দেবেন কামরান।