১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বাংলাদেশ সিরিজে দল থেকে বাদ পড়ায় পৃথ্বী-রবির ক্ষোভ

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দুটো সিরিজ খেলবে ভারত দল। সে উপলক্ষে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারে নিয়ে গড়া সেই দলে জায়গা হয়নি পৃথ্বী শ, উমেশ যাদব, রবি বিষ্ণোই, সরফরাজ খান এবং নিতিশ রানার মতো ক্রিকেটারদের। সোমবার দল ঘোষণার পর থেকেই বাদ পড়া খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিরুপ প্রক্রিয়া জানাতে শুরু করেছেন।

দেশটির ঘরোয়া লিগ ক্রিকেটে দারুণ ফর্মে আছেন পৃথ্বী। রঞ্জি ট্রফিতে ছয় ম্যাচে ৪৭.৫০ স্ট্রাইক রেটে ৩৫৫ রান এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাত ম্যাচে ১৯১.২৭ স্ট্রাইক রেটে করেছেন ২৮৫ রান। তারপরও দলে জায়গা না পাওয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হতাশা প্রকাশ করে তিনি লিখেন, “সাই বাবা, আশা করি আপনি সবকিছু দেখছেন।”   

এছাড়াও, গত জানুয়ারিতে শেষবার ভারতের টেস্ট দলে খেলা পেসার উমেশ যাদবও ঘরোয়া লিগে পারফর্ম করে আসছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, “হয়তো আপনি আমাকে বোকা বানাতে পারেন, তবে সৃষ্টিকর্তা সব দেখছেন।”  

সর্বশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ

১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর, দুটো টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে টিম ইন্ডিয়া। লাল বলের দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।

যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট খেলতে আবারো দুই দলকে ফিরতে হবে ঢাকায়। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img