আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরুর আগে ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সুবাদে বাংলা ভাষাও শিখেছিলেন ক্যাপ্টেন কুল। ভাষাটা জানা থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের একবার বোকাও বানিয়েছিলেন। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ধোনি।
বিশ্বকাপের ফাঁকেই কলকাতায় গিয়েছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। সেখানেই কথা বলেছেন ক্রিকেট এবং বাংলা ভাষা শেখা নিয়ে। কিভাবে টাইগারদের বোকা বানিয়েছিলেন, সেটাও বলেছেন ধোনি। যা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
ভারতকে দুই সংস্করণে বিশ্বকাপ জেতানো ধোনি বলেন, “আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা—আরে, এ তো বাংলা বুঝতে পারে!”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন ধোনি। তবে এখনো খেলে যাচ্ছেন আইপিএল। সবশেষ আসরেও চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন টুর্নামেন্টের শিরোপা।