৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বাইরের কথায় কান দেন না ওয়ার্নার

- Advertisement -

বাইরের কথায় কান দেন না বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে দেশটির সাবেক পেসার মিচেল জনসন সমালোচনা করার জবাবে এমনটাই বলেছেন বাঁহাতি এ ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন ওয়ার্নার। যা মোটেও পছন্দ হয়নি জনসনের। বল টেম্পারিংয়ের সাথে যুক্ত থাকা অজি ওপেনারকে নায়কোচিত বিদায় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন জনসন।

তিনি বলেছিলেন, “আমরা এখন ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ কী বলতে পারবেন, কেন? কেন ফর্মের সঙ্গে লড়াই করা একজন ওপেনার নিজেই নিজের অবসরের তারিখ ঠিক করে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের কেন্দ্রে থাকা একজন খেলোয়াড়কে কেনই-বা নায়কোচিত বিদায় দিচ্ছি আমরা?”

জনসনের মন্তব্য ঘিরে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকদিন ধরে পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এতোদিন এই বিষয়ে চুপ ছিলেন ওয়ার্নার। তবে এবার মুখ খুলেছেন তিনি।

মিচেল জনসনের সমালোচনার জবাব দিলেন ডেভিড ওয়ার্নার

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্নার বলেন, “এমনটা দীর্ঘ সময়ের জন্য চলছে। যখন আমি খেলার বাইরে থাকি, মাঠের বাইরে থাকি, তখন হয় আমি পরিবারের সঙ্গে থাকি, নয়তো গলফ খেলে অথবা কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। ব্যাপারটা এমনই। আমি এখানে এসেছি খেলাটাকে উপভোগ করতে, যেটাকে আমি ভালোবাসি। আমি এখনো আমার বন্ধুদের সঙ্গে খেলা প্রথম দুই ম্যাচের কথা মনে করতে পারি, হাউজিং কমিশনে দেয়ালের বিপরীতে টেপ টেনিস বল দিয়ে। এখানে ফেরা, আরেকটি ঘরের মাঠে সিরিজ খেলা দুর্দান্ত কিছু এবং তারা এখনো আমার এই যাত্রার সঙ্গে আছে। এটাই আমার সঙ্গে ভালো যায়। আমি বাইরের কথায় কান দিই না”

জনসনের কথার জবাব ওয়ার্নার দিয়েছেন মাঠের খেলায়। পার্থ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অজি ওপেনার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img