যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সামনে নতুন চ্যালেঞ্জ। এতদিন ক্রিকেট নিয়েই শুধু কাজ করেছেন, এবার তার কাজ দেশের সব ধরণের খেলার সাথে। তার সাথে যোগ হয়েছে ‘যুব’, যা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অকপটেই মেনে নিয়েছে বিসিবি বস। সময়ের সাথে সাথে নতুন দায়িত্ব নিয়ে সবকিছু জেনে নেয়ার চেষ্টা করবেন, তবে কাজটা চ্যালেঞ্জিং যে হতে তা মনে করেন তিনিও।
“সব মন্ত্রনালয়ই চ্যালেঞ্জিং। এতদিন শুধু ক্রিকেট নিয়ে ছিলাম, এখন তো সব খেলার সাথেই থাকতে হবে।অবশ্যই চ্যালেঞ্জিং”– বলছিলেন পাপন
যেহেতু সব খেলার সাথেই তার কাজ, এমন সময়েই তিনি আবার ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট! একসাথে দুটোই চালিয়ে গেলে একটা সময় মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, অন্য যেকোনো খেলার চেয়ে ক্রিকেটকেই তিনি বোধহয় প্রাধান্য দিচ্ছেন বেশি।
“যদি মন্ত্রনালয়ে নাও থাকি, তবুও ক্রিকেট আমার মন থেকে তো কখনোই সরানো যাবে না। ভালো হয় আলাদা হয়ে যাওয়া। তাহলে মানুষের মনে ঐ সন্দেহটা হবে না যে ক্রিকেটকেই আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। গুরুত্ব সবগুলোকে দিতে চাই, প্রায়োরিটি ওয়াইস।”
দেশের ক্রিকেট আর আইসিসির কিছু নিয়মের কারণে বিসিবি সভাপতির পদ ছাড়ার সুযোগ নেই এখনই। তবে এই বছরেই যে ছাড়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে তার, সেটাও বলেছেন বিশেষভাবে। নতুন সভাপতি কে হবে তা নিয়েও আছে বিস্তর আলোচনা! বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, নতুন যিনি হবেন তিনি বোর্ড ডিরেক্টরদের মধ্য হতেই কেউ হবেন, বাইরের না।