১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মুস্তাফিজ

- Advertisement -

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর, টানা দুই ম্যাচে হার। বলতে গেলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। তারপরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ক্রিকেটাররা। তাদেরই একজন মুস্তাফিজুর রহমান, বাকি ছয় ম্যাচের ছয়টিতে জেতার আশা করছেন তিনি।

গত কিছুদিন নিজের সেরা ছন্দে না থাকলেও, সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করছেন মুস্তাফিজ। কিউইদের বিপক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। তবে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এখনো টাইগারদের ছয় ম্যাচ বাকি, সবকটিতে সাকিব আল হাসানের দল জিততে পারে।

“দেখুন, অসম্ভব কিছু না। আমরা ছয়টা ম্যাচের ছয়টাতেই জিততে পারি। আশা করেন, সামনে ভালো দিন আসতেছে। কিছু সময় দেখবেন, আপনি বোলিং করলেই উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও উইকেট পাচ্ছেন না” বলছিলেন মুস্তাফিজ

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে সবসময় স্পিনারদের জন্য সুবিধা থাকে। কিন্তু, নিউজিল্যান্ডের পেসাররা এই উইকেট থেকে দারুণ সুবিধা আদায় করে নিয়েছে। যা পারেননি তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা।

এই বিষয়ে মুস্তাফিজের উত্তর, “এখানে উইকেটটা এমন ছিল যে ভালো জায়গায় বোলিং করছে সে সাকসেস হইছে, ভালো জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল”

বাংলাদের ২৪৫ রানের সংগ্রহ নিয়েও আক্ষেপ ঝড়েছে মুস্তাফিজের কন্ঠে। টাইগার পেসারের মতে ২৮০ রান হলে তাদের জন্য ভালো হতো।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img