বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের দেয়া অ্যালান ডোনাল্ডের অডিও বার্তা ছড়িয়ে পড়েছে, টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন না তিনি। এমনকি, বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিক বিদায় জানাতে বাংলাদেশেও ফিরছেন না। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও তাই তাঁকে নিয়েই প্রশ্ন করা হয়েছে; উত্তরদাতার ভূমিকায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন মিস করবেন ডোনাল্ডকে।
“ডোনাল্ডের সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয়েই আলোচনা হয়নি। হ্যাঁ, ম্যাচ শেষেই সে চলে যাচ্ছে। তাঁর ব্যাপারে এতোটুকুই বলবো, সে বাংলাদেশের হয়ে দারুণ কাজ করেছে। পেসারদের সাফল্য এমনকি দলের সাফল্যেও তার বড় অবদান ছিল”-বলছিলেন হাথুরুসিংহে
গেল ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নেয়ার পর এই প্রোটিয়া কোচের সাথে হাথুরু কাজ করেছেন ৮ মাস। একসাথে কাজের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রধান কোচ জানান, “সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে, যার ফল আমরা পেয়েছি। তাঁর সাথে কাজ করাটা আমি অনেক এনজয় করেছি। তাঁকে মিস করব”
এর আগে টাইগার পেসারদের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে আক্ষেপের সুরে ডোনাল্ড জানিয়েছিলেন, “এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে। আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে”