১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বাবরকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন আফ্রিদি

- Advertisement -

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বাবর আজমের দলকে দেখছেন অনেকেই। বিশ্বকাপে ভালো করতে হলে পাকিস্তান অধিনায়ককে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন শহীদ আফ্রিদি।

পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই ছিলেন আক্রমণাত্মক। অসংখ্য ম্যাচ যেমন জিতিয়েছেন ঠিক তেমনি দলের বিপদের কারণও হয়েছেন। আফ্রিদির অধীনেই ২০১১ সালে সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে পাকিস্তান। এরপর শুধু হতাশার গল্প। তবে এবার শুধু পাকিস্তান নয়, ক্রিকেট বিশ্বের অনেকেই মনে করে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা বিশ্বকাপ জেতার জন্য সেরা অবস্থানে আছে।

আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেট বলতে ব্যাটিংয়ে মেরে খেলা বুঝাননি। অধিনায়ক বাবরকে মাঠের ভিতরে শরীরী ভাষায় আক্রমণাত্মক থাকতে বলেছেন। সামা টিভির একটি অনুষ্ঠানে আফ্রিদি বলেন, “বাবরকে মাঠের ভেতরে ইতিবাচক থাকতে হবে, শারীরিক ভাষায় আক্রমণাত্মক থাকতে হবে। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রায় পুরো দলই ভারতে এই প্রথম খেলতে গেছে। প্রস্তুতি ম্যাচে চাপ থাকে না, কারণ দর্শক নেই। কিন্তু মূল ম্যাচে দর্শক থাকবে। চাপও থাকবে। আমরা সাবেক ক্রিকেটাররা, পাকিস্তানের মানুষের দলের সঙ্গে আছি। সবার এত এত সমর্থন থাকলে অধিনায়কের দায়িত্ব বেড়ে যায়। তাঁকে সাহসী হতে হয়”

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

বিশ্বকাপে ভালো করতে হলে বাবরকে সিনিয়র খেলোয়াড়দের সময় দিতে হবে, কেউ ভালো করলে তাদের সাথে ডিনার করা, নামাজ পড়ারও পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, “বাবরকে অবশ্যই সিনিয়রদের আমলে নিতে হবে। টুর্নামেন্টজুড়ে ম্যাচ জেতানো খেলোয়াড়দের সঙ্গে বসে ডিনার করা, একসঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে নামাজ পড়া—এসবে সময় দিতে হবে। মাঠে ও মাঠের বাইরে একতার ছাপ থাকতে হবে”

৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img