দল ফাইনাল পর্যন্ত উঠলেও টি-টোয়েন্টি বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেললেও বাকি ম্যাচগুলোতে নিষ্প্রভ ছিলেন। আর তাতেই সমালোচনার পর সমালোচনা শুনতে হচ্ছে এই ওপেনারকে। দেশটির সাবেক ক্রিকেটার দিনেশ কানেরিয়া তো বলেই বসেছেন, ওপেনিংয়ে নামার জন্য বাবরের জেদ পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি করছে।
“বাবর অনেক বেশি জেদি। করাচি কিংসে খেলার সময়ও সে এমন করেছে। ম্যানেজমেন্ট তাকে ওপেনিংয়ে খেলাতে চায়নি। কিন্তু সে মিডল অর্ডারে ব্যাট করতে রাজি হয়নি, কারণ সে নাকি এই পজিশনে খেলতে পারে না। জানি না, কেনো সে এমন করছে। বাবরের জেদ পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে। রিজওয়ান ভালো করলে তারও ভালো করা উচিত। সে অনেক ধীরগতিতে ব্যাট করে”-নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া

বাবরের সমালোচনা করতে গিয়ে দিনেশ কানেরিয়া ভিরাট কোহলির প্রসঙ্গও টেনে আনেন, “যদি স্বার্থহীন ক্রিকেটারের কথা বলা হয়, কোহলির মতো আর কেউ নেই। গত বিশ্বকাপে তার নেতৃতে দল হেরেছে, তাকে নিয়ে সমালোচনা হয়েছে; এমনকি অধিনায়কত্বও হারিয়েছে। দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু, সে হাল ছেড়ে দেয়নি। বরং নতুন অধিনায়ককে সাহায্য করেছে, তাকে যেই পজিশনে খেলতে বলা হয়েছে খেলেছে। এশিয়া কাপ থেকে আবারো ফর্মেও ফিরেছে।”
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে এক ফিফটিসহ বাবর করেছেন মাত্র ১২৪ রান, গড় ছিল মোটে ১৭.৭১ এবং স্ট্রাইক রেট ৯৩.২৩। তেরোটা চার মারতে পারলেও একটাও ছক্কা হাঁকাতে পারেননি এই ওপেনার।