১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে বিপাকে জাকা আশরাফ

- Advertisement -

মাঠের ক্রিকেটে ভালো করতে পারছে না পাকিস্তান। মাঠের বাইরেও যেন বিতর্ক তাদের পিছু ছাড়ছে না। এবার বাবর আজমের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান জাকা আশরাফ।

পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার রশিদ লতিফ দাবি করেছিলেন যে, সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর বোর্ড প্রধানকে ফোন করেছিলেন বাবর। কিন্তু জাকা আশরাফ এতোটাই ক্ষুব্ধ ছিলেন যে, পাকিস্তান কাপ্তানের ফোন ধরেননি। লতিফের দাবি যে মিথ্যা ছিল, সেটা প্রমাণ করতে গিয়েই বাবরের সাথে পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরের হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেন। যেখানে পাকিস্তান অধিনায়ককে সালমান জিজ্ঞাসা করেছিলেন, তিনি পিসিবি প্রধানকে ফোন করেছিলেন কিনা।

বাবর যে পিসিবি প্রধানকে ফোন করেননি, সেটা প্রমাণ করতে পাকিস্তানের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাবর-সালমানের হোয়াটসঅ্যাপ বার্তা দেখান। যা টেলিভিশনটি তাদের সম্প্রচারের মাধ্যমে দেখিয়েছে। সেখানে সালমান, বাবরকে বলেছিলেন, “বাবর, এখানে টিভি আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে যে তুমি চেয়ারম্যানকে ফোন করেছ, কিন্তু তিনি ফোন ধরছেন না। তুমি কি সম্প্রতি তাঁকে ফোন করেছিলে?” উত্তরে বাবর তাঁর বার্তায় বলেছেন, “সালাম সালমান ভাই। আমি স্যারকে কোনো ফোন করিনি”

এরপর পিসিবি প্রেসিডেন্টের সমালোচনা করেছেন অনেকেই। সেই সাথে প্রশ্নও তুলেছেন, জাকা আশরাফ কি বাবরের অনুমতি নিয়ে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছে। এছাড়াও ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আলী। তিনি প্রশ্ন তুলেছেন যে, টেলিভিশন চ্যানেলটিও কি বাবরের অনুমতি নিয়েছিল?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img