বিশ্বকাপের সেমিফাইনা সাউথ আফ্রিকার চিরন্তন দুঃখ। সেটা ভুল প্রমান করার জন্য দারুণ সুযোগ ছিল প্রোটিয়াদের সামনে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারের মধ্যেই দুই ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কককে হারিয়েছে সাউথ আফ্রিকা।
ইনিংসের শুরু থেকেই উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন স্টার্ক। তার অফস্ট্যাম্পে করা বলে উইকেটের পেছনে জশ ইংলিশকে ক্যাচ দেন বাভুমা। রানের খাতা খুলতেই পারেননি প্রোটিয়া অধিনায়ক।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ডি ককও সাউথ আফ্রিকাকে ভালো শুরু এনে দিতে পারেননি। শুরুতে সময় নিলেও বড় ইনিংস খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। জশ হ্যাজলউডের বলে আউট হওয়ার আগে করেছেন ১৪ বলে ৩ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৮.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকার সংগ্রহ ১২ রান। রাসি ভ্যান ডার ডুসেন অপরাজিত আছেন ৫ রানে, এইডেন মার্করামের সংগ্রহ ১ রান।