এএফসি কাপের আন্ত-আঞ্চলিক প্লে–অফ খেলতে হলে ওডিশা এফসির বিপক্ষে ড্র করলেই চলতো বসুন্ধরা কিংসের। রেফারির বিতর্কিত লালকার্ডে দশজনের দলে পরিণত হওয়া বাংলাদেশের চ্যাম্পিয়নরা ইতিহাস লিখতে পারেনি। ওডিশার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তারিক কাজী-বিশ্বনাথ ঘোষদের।
এর আগে ২০২১ সালেও বাজে রেফারিংয়ের শিকার হয়ে আন্ত-আঞ্চলিক প্লে অফে খেলা হয়নি কিংসের। এবারও একই কারণে স্বপ্নভঙ্গ হলো তাদের। যা মানতে পারছেন না দলটির কোচ অস্কার ব্রুজোন। ওডিশা-কিংস ম্যাচের রেফারির বিপক্ষে তদন্ত দাবি করেছেন ব্রুজোন।
ম্যাচশেষে তিনি বলেছেন, “আমি এর সুষ্ঠু তদন্ত চাই এএফসির কাছে। বারবার কেন একই জিনিস আমাদের সঙ্গে ঘটবে! এর আগেও দেশের মাটিতে একটি ম্যাচে বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। আমরা আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছি। এখানেও একই জিনিস ঘটেছে”

আশরোর গফুরভকে দেখানো লালকার্ড অন্যায় সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে এএফসির ম্যাচে ভিয়েতনামের নিচু মানের লিগের একজনকে কেনো ম্যাচ পরিচালনা করতে দেওয়া হয়েছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রুজোন।
‘প্রথম আলো’-কে তিনি বলেছেন, “আমি তদন্ত চেয়েছি। ভিয়েতনামের নিচু মানের লিগের একজন রেফারিকে এএফসি কাপের ম্যাচ কেন পরিচালনা করতে দেওয়া হয়েছে? পুরো ম্যাচেই এই রেফারি আমাদের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছে। গফুরভের লাল কার্ডটা অন্যায় সিদ্ধান্ত। তাঁর এই বাজে রেফারিং নানা কারণেই হতে পারে। এটা আর্থিক কারণেও হতে পারে, আবার কোনো নির্দেশনা থেকেও হতে পারে। আমি জানি না। আমি সে জন্যই তদন্ত চেয়েছি”