১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

বার্নাব্যুতে ফেরার ম্যাচে রিয়াল মাদ্রিদের বড় জয়

- Advertisement -

গুণে গুণে ৫৬০ দিন পর রিয়াল মাদ্রিদ ফিরলো নিজের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। মাঠে প্রত্যাবর্তনের পাশাপাশি সোমবার ম্যাচেও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। সেল্টা ভিগোর বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫-২ গোলে। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক করিম বেনজেমা; অপর গোল দুটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও অভিষিক্ত এদুয়ার্দো কামাভিঙ্গা।

হ্যাটট্রিক করেছেন রিয়াল অধিনায়ক

ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি গ্যারেথ বেল; অজ্ঞাত কারণে ডেভিড আলাবা ও লুকা জোভিচও ছিলেন দলের বাইরে। ম্যাচের ৩ মিনিটের মাথায়ই গোল হজম করে বসে রিয়াল। নাচোর ভুলে রিয়ালের ডিবক্সে বল পেয়ে যান সেল্টার ইয়াগো আসপাস। তাঁর বাড়ানো বল থেকে গোল করে সেল্টাকে ১-০ তে এগিয়ে দেন সান্তি মিনা।

পিছিয়ে পড়ে অবশ্য গা ঝাড়া দিয়ে ওঠে রিয়াল। সেল্টার অর্ধে আক্রমণের পর আক্রমণ শানাতে থাকেন ইডেন হ্যাজার্ড-করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা। ২৪ মিনিটেই সমতায় ফেরে রিয়াল। হ্যাজার্ডের মাপা ক্রসটা সেল্টার ডি-বক্সে দারুণ দক্ষতায় ‘লে-অফ’ করেন ফেদেরিকো ভালভার্দে, বলটা জালে জড়াতে ভুল করেননি বেনজেমা।

অভিষেকেই গোল পেয়েছেন কামাভিঙ্গা

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ ভোগ করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাকে আবারো গোল খেয়ে বসে রিয়াল। উইংব্যাক হিউগো মাইওর এসিস্টে গোল করেন সেল্টা স্ট্রাইকার ফ্রাঙ্কো সেরভি। ২-১ ব্যবধানে এগিয়ে যাবার পর সেল্টা ভিগো খেলোয়াড়দের বিক্রম যেন আরো বেড়ে যায়। প্রথমার্ধের বাকিটা সময় তাদের একের পর এক আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থেকেছে রিয়ালের রক্ষণভাগ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আবারো বেনজেমা-ঝলকে সমতায় ফেরে রিয়াল। মিগুয়েল গুতিয়েরেজের ক্রসে মাথা ছুঁইয়ে মৌসুমে নিজের চতুর্থ গোলটি করেন ফরাসী স্ট্রাইকার। এরপর ম্যাচে শুরু হয় রিয়ালের একক আধিপত্য বিস্তারের গল্প। ৫৪ মিনিটে বেনজেমার এসিস্টেই ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ৩-২ করেন এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়র। ৭৪ মিনিটে সেল্টা গোলরক্ষকের হাতে লেগে ছিটকে আসা বলটা জালে জড়ান ইডেন হ্যাজার্ডের বদলি হিসেবে মাঠে নামা ফরাসী মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ১৮ বছর বয়সী কামাভিঙ্গাকে এই দলবদল মৌসুমের শেষদিনেই রেনেঁ থেকে সাইন করিয়েছে রিয়াল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এটিই ছিল কামাভিঙ্গার অভিষেক ম্যাচ; গোল করে যা স্মরণীয় করে রাখলেন ফরাসী বিস্ময়বালক। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা; নিশ্চিত করেন দলের জয়ও। দারুণ এই জয়ে ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরুতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মরণোত্তর সংবর্ধনা দিয়েছে তাদের সাবেক কিংবদন্তী প্রেসিডেন্ট লরেঞ্জো সানজকে

ম্যাচের শুরুতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ মরণোত্তর সংবর্ধনা দিয়েছে তাদের সাবেক কিংবদন্তী প্রেসিডেন্ট লরেঞ্জো সানজকে। ২০২০ এর ২১শে মার্চ করোনাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তাঁকে সম্মান জানাতে তাঁর আমলে জেতা সমস্ত ট্রফি মাঠে এনেছিল রিয়াল; এসেছিলেন তাঁর সময়ে রিয়ালের হয়ে মাঠ কাঁপানো গুতি, ফার্নান্দো হিয়েরো, ছেন্দো, ইকার ক্যাসিয়াসের মতো সাবেক ফুটবলাররা। মাঠের মাঝখানে সানজের ছবি রেখে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ, বর্তমান রিয়াল মাদ্রিদ বোর্ড, কোচিং প্যানেল, সানজের পরিবার ও ২৩ হাজার উপস্থিত দর্শক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img