১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

বার্সাতে থাকতে বেতন কমাচ্ছেন মেসি

- Advertisement -

বার্সাতেই থাকছেন লিওনেল মেসি। তবে এক্ষেত্রে তার বেতনের ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০২৬ পর্যন্ত চুক্তি বাড়াতে রাজি হয়েছেন মেসি।

চলতি মাসে লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে বার্সেলোনার। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ৩০ জুন পর্যন্ত  চুক্তি ছিল কাতালানদের । চুক্তি শেষ হলেও চুক্তি নবায়ন না করায় মেসি হয়ে গেছিলেন ফ্রি এজেন্ট। বার্সায় ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবার ফ্রি-এজেন্ট হয়ে গেছিলেন মেসি।  তবে বার্সার বিশ্বাস ছিল তাদের সঙ্গেই চুক্তি করবেন মেসি। শেষ পর্যন্ত হলোও তাই।

স্প্যানিশ লিগ লা লিগা কর্তৃপক্ষ প্রতিটি ক্লাবকেই একটি নির্দিষ্ট বেতনের কাঠামোর আওতাধীন করেছে। ফলে দলের অন্য শীর্ষ বেতনভুক্ত ফুটলারদের বেতন না কমিয়ে মেসিকে লোভনীয় প্রস্তাব দেওয়ার সুযোগ ছিল না বার্সেলোনার। আবার মেসিকেও হাতছাড়া করার সুযোগও ছিল না কাতালানদের সামনে। ফলে দলবদলের বাজারে বার্সা ঝুকেছিল ফ্রি এজেন্টদের দিকেই, এছাড়া অন্যদের বেতন কমানোর পরিকল্পনা ছিল ক্লাবটির। তবে সবার আগে এগিয়ে আসলেন লিওনেল মেসি। নিজের অর্ধেক বেতন কমালেন লিওনেল মেসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img