২০২১-২২ মৌসুমে বার্সেলোনার সাত নম্বর জার্সি গায়ে জড়াবেন উইঙ্গার ওউসমান ডেম্বেলে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ফুটবল ক্লাব বার্সেলোনা তাদের সমর্থকদের জানিয়েছে এই খবর। আঁতোয়ান গ্রিজমান ক্লাব ছেড়ে যাওয়ায় সাত নম্বর জার্সি উঠবে ডেম্বেলের গায়ে।
? Our new no. 7️⃣!
? @Dembouz pic.twitter.com/tb7FIqemvk
— FC Barcelona (@FCBarcelona) September 3, 2021
এবারের মৌসুমে একের পর এক ধাক্কায় টালমাটাল অবস্থা বার্সেলোনার। লিওনেল মেসিকে হারানোর পর ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে বার্সা যেতে দিয়েছে আঁতোয়ান গ্রিজমানকেও। গ্রিজমান চলে যাওয়ায় ফাঁকা হয়েছিলো স্কোয়াডের সাত নম্বর জার্সি। শুক্রবার বার্সা বোর্ড জানিয়েছে ফরাসি উইঙ্গার ওউসমান ডেম্বেলে হবেন বার্সার নতুন নম্বর ৭।
একদিন আগেই বার্সেলোনা জানিয়েছিলো মেসির রেখে যাওয়া দশ নাম্বার জার্সি চড়াবেন লেফট উইঙ্গার আনসু ফাতি। দশ নম্বর জার্সি না হলেও গ্রিজমান চলে যাওয়ায় ধারনা করা হচ্ছিলো সাত নম্বর জার্সি উঠবে ফিলিপে কৌতিনিয়োর গায়েই, কিন্তু শেষ পর্যন্ত বার্সা বেছে নিয়েছে ডেম্বেলের নাম। ২০২১-২২ মৌসুমে কৌতিনিয়ো খেলবেন ১৪ নম্বর জার্সি গায়ে।