বার্সেলোনা অধিনায়ক লিয়োনেল মেসিকে লা লিগার এবারের আসরের শেষ ম্যাচ খেলার আগেই ছুটি দিয়ে দিয়েছে বার্সা কোচ রোনাল্ড কোম্যান। অর্থাৎ শনিবার এইবারের সাথে মাঠে দেখা যাবে না বার্সা দলপতিকে। বলা হচ্ছে আসন্ন কোপা আমেরিকায় নিজ দেশ আর্জেন্টিনার হয়ে নিজেকে শতভাগ প্রস্তুত করার জন্যই অবকাশ যাপনে গিয়েছেন মেসি।
স্প্যানিশ স্থানীয় গণমাধ্যম বলছে অন্যকথা। অনেকদিন যাবত গুঞ্জন আছে মেসি ন্যু ক্যাম্প ছেড়ে পাড়ি জমাবেন নতুন কোন ঠিকানায়। এটা কি সেটারই কোন আভাস? শনিবার রাতে এইবারের সাথে লা লিগার আসরের শেষ ম্যাচ খেলবে টেবিলে তিনে থাকা রোনাল্ড কোম্যানের দল। শিরোপা থেকে ছিটকে যাওয়ায় বার্সার জন্য ম্যাচটা ওত গুরুত্বপূর্ণ নয়। তবুও কোন রকম ইনজুরি ছাড়া লিগ শেষ হওয়ার আগেই দলের সবচেয়ে বড় তারকার এমন প্রস্থান ব্যাপারটা কি একটু ভাবনার নয়?
কোপা আমেরিকা শুরু হতে এখনো অনেকদিন বাকি। সেই হিসেবে, লিগের শেষ ম্যাচ খেলাটা তেমন কোন বড় ব্যাপার হয়তো ছিলোনা। তাই স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন মনে জাগতেই পারে, মেসি কি তাহলে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদি তাই হয় তাহলে সেল্টা ভিগোর সাথে ২-১ গোলে হারের ম্যাচই বার্সার জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ!
এদিকে ফ্রেঞ্চ ক্লাব পেরিস সেইন্ট জার্মেই ও মেসির সাবেক গুরু পেপ গার্দিয়োলার দল ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এক পা এগিয়ে রেখেছে মেসিকে দলে ভেরানোর জন্য। দুই দলই মেসির সাথে কথা বলেছে কিন্তু ফুটবল জাদুকর বার্সেলোনার সাথে কথা না বলে এখনি কোন সিদ্ধান্ত নিবেনা বলে জানিয়ে দিয়েছেন।
লা লিগার শিরোপা হাত ছাড়া হয়ে যাওয়া কাতালানরা ৩৭ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। শনিবার রাতে এইবারের সাথে ম্যাচ দিয়ে এবারের লা লিগার আসরের ইতি টানবেন গতবারের রানার্সআপরা।