১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বার্সেলোনাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

- Advertisement -

স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতেই বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। দুইয়ে নেমে গেছে রবাট লেভানডফস্কি-জোয়াও ফেলিক্সরা।

শনিবার জিরোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরুর আগেই সমীকরণ এমন ছিল, জয়ী দল শীর্ষে উঠবে। এমন ম্যাচে চাপ ধরে রাখতে পেরেছে জুড বেলিংহাম-হোসেলুরা। জিরোনার ঘরের মাঠ থেকে ৩-০ গোলে জিতে আসা সেটারই প্রমাণ দেয়। এই মৌসুমে দারুণ খেলছে জিরোনা। লিগে প্রথমবারের মতো হারের স্বাদ পেল তারা।

রিয়াল মাদ্রিদে সময়টা ভালো কাটাচ্ছেন জুড বেলিংহাম

রিয়ালের হয়ে এদিন একটি করে গোল করেছেন হোসেলু, জুড বেলিংহাম ও অঁরেলিয়ে চুয়ামেনি। সময়টা দারুণ কাটাচ্ছেন বেলিংহাম। অসাধারণ একটি পাসে হোসেলুকে দিয়ে প্রথম গোলটি করিয়েছেন তিনি। ম্যাচ শেষে ইংলিশ তারকা মিডফিল্ডার বলেন, “আমি গত তিন মাসে মদ্রিচকে প্রতিদিন দেখে আসছি। শুধুমাত্র সৃষ্টিশীল হতে চাই। এটা ছিল একটা দারুণ গোল কারণ ম্যাচের শুরুতে জিরোনার দেওয়া চাপ নামিয়ে দিয়েছে”

আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে আছে তিনে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img