৭ জুন ২০২৩, বুধবার

বার্সেলোনার টানা দ্বিতীয় ম্যাচে হার

- Advertisement -

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে হারলো বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হারার পর মঙ্গলবার রাতে ভায়োলোদিদের কাছে ৩-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। লা লিগা শিরোপা নিশ্চিত করার পর এই নিয়ে টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো বার্সা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচ শুরুর ২মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বার্সা ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। গোল হজম করার পর বেশকিছু ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কাতালান ক্লাবটি। উল্টো ২২ মিনিটে গোল করে ভায়োলোদিদকে ২-০ তে এগিয়ে দেন কাইল লারিন। এরপর দুই দল চেষ্টা করেও আর গোল করতে পারেনি। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রবার্ট লেভানডফস্কিরা।

বিরতি থেকে ফিরে গোলের কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল বার্সেলোনা। কিন্তু জালের দেখা পায়নি দূর্বল ফিনিশিংয়ের জন্য। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে গোল করে বার্সার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন গঞ্জালো প্লাটা। ম্যাচের ৮৪ মিনিটে একটি গোল শোধ করে হারের ব্যবধান কমান লেভা।

এই গোল নিয়ে এই মৌসুমে লা লিগায় ২৩ গোল করলেন লেভা। পিচিচি ট্রফি জেতার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে থাকা করিম বেনজেমার থেকে ৬টি গোল বেশি করে শীর্ষে আছেন এই গোল মেশিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img