১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

বিকেএসপিতে পয়েন্ট ভাগে বাধ্য সাকিবহীন মোহামেডান

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে বৃষ্টি আইনে ৪৯ রানে জিতেছে আবাহনী। টানা দুই ম্যাচে ব্যাটে আগুন ঝড়িয়েছেন আবাহনীর মুনিম, শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে করেছেন ৪০ বলে ৭৪, তার ইনিংসেই একশো আশি পার করা স্কোর গড়ে আবাহনী লিমিটেড।

ছবি: সংগৃহীত  

লিগের নবম রাউন্ডের খেলায় মিরপুরে আগে ব্যাট করে আবাহনী। ঢাকাই ক্রিকেটে নতুন হার্ড হিটার মুনিম শাহরিয়ার এদিনও ছিলেন দারুণ আক্রমণাত্মক। ওপেনিংয়ে মুনিমের ৪০ বলে ৭৪ রানের ইনিংসটাই ছিলো আবাহনীর ভিত, হাঁকিয়েছেন ৯টা চার, সাথে ৩ ছক্কা, ওই ইনিংসটাতেই ম্যাচসেরা মুনিম। আগের ম্যাচেও ৯২ করেছিলেন মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেটে নাজমুল শান্ত এবং মুনিমের জুটিতে আসে ৮৮ রান, মাত্র ৫৩ বলে। ম্যাচের ১৯তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আবাহনীর রান ছিলো ১৮১, শান্ত তখন ৪২ বলে ৬৫ রানে নটআউট। বৃষ্টি শেষে শেখ জামাল ধানমন্ডির টার্গেট ছিলো ১৩ ওভারে ১৪৮ রান। শেখ জামাল শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে, কখোনোই ম্যাচের ওপর নিয়ন্ত্রন গড়তে পারেনি। নুরুল হাসান সোহানের ২২ আর মোহাম্মদ এনামুলের নটআউট ২৯ ছিলো শেখ জামালের সম্বল। ইনিংস শেষ হয় ৮ উইকেটে ৯৮ রানে, আবাহনী জিতেছে ৪৯ রানে।

ছবি: সংগৃহীত

বিকেএসপিতে টেবিলের একদম নিচে থাকা পারটেক্স স্পোর্টিং ক্লাবের সাথে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচে ৭ উইকেটে ১০৯ রান তোলে পারটেক্সে। গাজী গ্রুপের মহিউদ্দিন তারেক নেন ৩ উইকেট। ১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খারাপ আবহাওয়ার কথা চিন্তা করেই কিনা কে জানে, গাজী গ্রুপের ওপেনার শেখ মেহেদি হাসান ১৩ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। পুরো ডিপিএলেই এমন ইনিংস খেলে যাচ্ছেন জাতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার। গাজী গ্রুপ ক্রিকেটার্স ম্যাচ জিতেছে ৯ উইকেটে।

ছবি: সংগৃহীত

আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৩ রান তোলে সাকিববিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। আব্দুল মজিদ করেন ৩৫, মাহামুদুল হাসানের রান ছিলো ২৮; এই দুজনের বাইরে আর কেউই বলার কোন রান করতে পারেননি। ব্রাদার্স ইউনিয়ন ব্যাট করতে নামান সুযোগই পায়নি, খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে ম্যাচ আর শুরুই হয়নি। পয়েন্ট ভাগ করেছে মোহামাডান আর ব্রাদার্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img