বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় চলে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং। ইতিমধ্যে সিলেট স্ট্রাইকার্সের সাথে অনুশীলনও করেছেন। বিপিএলে কম অস্ট্রেলিয়ান ক্রিকেটার আসার কারণ হিসেবে বিগ ব্যাশের সাথে সাংঘর্ষিক সূচিকে দুষছেন কাটিং।
তিনি বলেন, “অস্ট্রেলিয়ানরা বিপিএলে কম আসার কারণ তো খুব স্বাভাবিক। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। সম্ভবত ২-১ জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধু খেলতে পারে। অন্যজন ক্রিস লিন, সে বিগ ব্যাশ খেলছে। এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করত। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত”
গত বিপিএলেও সিলেটের হয়ে মাঠ মাতিয়েছেন কাটিং। এবারও অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। কাটিংয়ের চোখে এবারের সিলেটের দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে ভালো কিছুর প্রত্যাশায় অজি অলরাউন্ডার।
কাটিং বলেন, “আমি মনে করি, আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। তাদের কয়েকজনের বিপক্ষে গত কয়েক বছরে খেলেছি। এখন একই দলে খেলার অভিজ্ঞতা ভালো হবে। আমার মতে, খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। এসব টুর্নামেন্টে এমনটাই চাওয়া থাকে”
১৯ জানুয়ারি চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্ত-মিঠুন আলীরা।