একবার জীবন পাওয়ার পর দারুণ ব্যাটিং করে টাইগার সমর্থকদের ভালো কিছুর আশা দেখাচ্ছিলেন এনামুল হক বিজয়। কিন্তু হঠাৎ ঘটেছে ছন্দপতন, অভিষিক্ত ক্লার্কসনের শর্ট বলে পুল করতে গিয়ে খাড়া ওপরে ক্যাচ তুললেন তিনি। তাতেই শেষ হলো তার ৩৯ বলে ৪৩ রানের ইনিংস। যা নিশ্চয় আফসোসে পুড়বেন বিজয় নিজেও। টাইগার ওপেনার ফেরার পরপরই আরও একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্লার্কসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন কুমার দাশ।
অনেকদিন পর দলে ফিরেই শুন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য। অ্যাডাম মিলনের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন টাইগার ওপেনার। কিউইদের বিপক্ষে টানা দুই ম্যাচে ডাক মারলেন সৌম্য। এর আগে মিরপুর শের-ই-বাংলায় শুণ্য রানে ফিরেছেন তিনি। সব মিলিয়ে দিনটা একদম ভালো কাটেনি সৌম্যর। ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন, বোলিংয়ে দিয়েছেন ৬ ওভারে ৬৩ রান। ব্যাটিংয়েও নামের প্রতি সুবিচার করতে পারলেন না তিনি।
শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ইশ সোধির বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন টাইগার ওপেনার। তার আগে করেছেন ১৩ বলে দু্ই চারে ১৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। ৮ রান করে অপরাজিত আছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের সংগ্রহ অপরাজিত ২ রান।