২৭ জুলাই ২০২৪, শনিবার

বিদেশে মুমিনুলের প্রথম শতক!

- Advertisement -

অবশেষে বিদেশের মাটিতে শতরান পেলেন মুমিনুল হক। পাল্লেকেলেতে বাংলাদেশ ইনিংসের একশো এগারোতম ওভারের পঞ্চম বলে ধনঞ্জায়া ডি সিলভাকে চার মেরে নিজের এগারোতম এবং বিদেশে প্রথম টেস্ট সেঞ্চুরি পান টাইগারদের টেস্ট অধিনায়ক।

সেঞ্চুরির পথে মুমিনুল হক

দেশের মাটিতে দশটা সেঞ্চুরি থাকলেও বিদেশের মাটিতে সেঞ্চুরি না করতে পারার জন্য অনেকদিন ধরেই সমালোচনায় ছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। অ্যাওয়ে ম্যাচে সবশেষ বিশ ইনিংসে মুমিনুলের ফিফটিও ছিলো মোটে একটা, ৭৭ করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে, ২০১৭ সালে। কাকতালীয়ভাবে শ্রীলংকার বিপক্ষে শতরানের আগে ওই ৭৭ রানই ছিলো বিদেশে মুমিনুলের সর্ব্বোচ্চ ব্যক্তিগত রান।

ট্র্যাক রেকর্ড ঘাটলে দেখা যায়, পাল্লেকেলে টেস্টসহ শ্রীলঙ্কার মাটিতে মুমিনুলের গড় ৫৫.০০, আগে দুটো ফিফটিও ছিলো লঙ্কায়। আর দেশসহ ধরলে লঙ্কানদের বিপক্ষে তার গড় ৬৩.৩৩, আছে তিনটা সেঞ্চুরি। যার মধ্যে ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই করিছেলেন শতরান, ১৭৬ ও ১০৫।

 

শ্রীলংকায় সিরিজ খেলতে যাওয়ার আগে অলরাউন্ডারকে বলেছিলেন, ” এবার সর্ব্বোচ্চ চেষ্টা থাকবে বিদেশে সেঞ্চুরি করার” সেই কথাই সত্যি হয়ে ফুটে উঠেছে মুমিনুলের ব্যাটে। ২২৪ বলে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক, দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকে অপরাজিত আছেন ১০৭ রানে। মুমিনুল শান্তর পার্টনারশিপ ২২০। শান্ত অপরাজিত ১৫৫।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img