১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ‘ফিফটি’

- Advertisement -

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের ম্যাচে ভাবিয়েছিল বাংলাদেশ ওপেনারদের দুর্বলতা, তবে আগের ম্যাচের মতো এ ম্যাচে ব্যর্থ হননি টাইগার ওপেনাররা। কিউই বোলারদের ভালোই সামলেছেন দুই ওপেনার নাইম শেখ এবং লিটন দাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান।

ম্যাচের তখন কেবল চতুর্থ বল, বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেলের গুড লেন্থ বলে পরাস্থ লিটন দাশ। মূলত তখনই বোঝা গেছে উইকেট আগের ম্যাচের মতোই ‘ডিফিকাল্ট’ হচ্ছে। তবে কঠিন উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই শিখিয়েছেন দুই টাইগার ওপেনার নাইম শেখ এবং লিটন দাশ। পাওয়ারপ্লে ভালোই সামলেছেন তারা, প্রথম ছয় ওভারে বিনা উইকেটে তুলেছেন ৩৬ রান।

মিরপুরে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। স্পিন উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে সেই তালিমই বোধহয় ড্রেসিংরুম থেকে নিয়ে এসেছিলেন নাইম। আজাজ প্যাটেলের প্রথম বলেই স্লগ সুইপ করলেন,ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে তুলে নিলেন দুটো রান। এরপর প্রথম ছয় ওভারের পুরোটাই নাইম কিউই বোলারদের উপর ছড়ি ঘোরানোর চেষ্টাই করেছেন।

ম্যাচের দ্বিতীয় ওভারেই ব্যাক্তিগত ০ রানে জীবন পেয়েছিলেন লিটন দাশ। কলে ম্যাককনকির বলে শর্ট স্কয়্যার লেগে ক্যাচ তুলে দিলেও সেটা নিতে পারেননি অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোম। সেই সুযোগই পরবর্তীতে লুফে নিয়েছেন লিটন দাশ। পাওয়ারপ্লেতে অবিচ্ছিন্ন থাকার পাশাপাশি রানও করেছেন বলের চেয়ে বেশি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img