১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বিপিএলের উইকেটের মান আরও বাড়াতে হবে: বাবর

- Advertisement -

চলমান বিপিএলে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ফিফটি করে ম্যাচ জিতিয়েছিলেন বাবর আজম। টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তানের সাবেক অধিনায়কের ব্যাটে রানে ফোয়ারা ছুটছেই। তবে বিপিএলের উইকেট নিয়ে বাবরের রয়েছে অভিযোগ। উইকেটের মান আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বাবর বলেন, “আমার মনে হয়, উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে। এখানে (উইকেট) কিছুটা কঠিন। দিনে এক রকম, রাতে অন্য রকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না আবার ধারাবাহিক স্পিনও হয় না। মাঝেমধ্যে মন্থর এবং নিচু হয়। তবে সব মিলিয়ে দলগুলো খুব ভালো”

বিপিএলের এবারের আসরে হার দিয়ে শুরু করেছিল রংপুর রাইডার্স। বাবর দলের সাথে যোগ দেওয়ার পর থেকেই বদলে গেছে নুরুল হাসান সোহানের দলের চেহারা। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তিস্তা পাড়ের দলটি। তবে সব কৃতত্ব নিজে নিতে নারাজ বাবর।

পাকিস্তানি তারকা বলেন, “দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি”

আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে বাবরের এবারের বিপিএল অধ্যায়। তবে সুযোগ থাকলে ভবিষ্যতে আবারও বিপিএলে খেলতে আসার কথা জানিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img