বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। আগের আসরে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন ইমরুল কায়েস। এবার তাদের অধিনায়কত্বে বদল এসেছে। আগের আসরে ঢাকা ডমিনেটরস নামে বিপিএলে অংশগ্রহণ করেছিল ঢাকা। এবার মালিকানা পরিবর্তন করে দুর্দান্ত ঢাকা নামে বিপিএলে এসেছে দলটি। তাদের নেতৃত্বে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কুমিল্লার বিপক্ষে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের উপর ভরসা রেখেছে তারা।
প্রথম ম্যাচে একাদশে চার বিদেশি নিয়ে মাঠে নামছে ঢাকা। কুমিল্লার একাদশে জায়গা পেয়েছে তিন বিদেশি ক্রিকেটার।