দেশের ক্রিকেটের বাজছে বিপিএলের দামামা। শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সও নিজেদের ঝালিয়ে নিচ্ছে। তবে দলটির চিন্তার সবচেয়ে বড় বিষয়, মাশরাফী বিন মোর্ত্তজা এবারের বিপিএলে খেলবেন কিনা তা নিয়ে। সিলেটের কোচ রাজিন সালেহ আশা করছেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক টুর্নামেন্টের শুরু থেকেই খেলবেন এবং দলকে নেতৃত্বও দেবেন।
মাশরাফীর খেলার বিষয়ে রাজিন সালেহ বলেন, “আমরা তো ধরে রেখেছি সে (মাশরাফী) শুরু থেকে এভেইলেবল থাকবে। যতক্ষণ পর্যন্ত মাশরাফী মাঠে না নামবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না সে খেলবে কিনা। মাশরাফীর ইনজুরি গত দুই তিন বছর ধরেই আছে। ও তো মেন্টালি অনেক স্ট্রং মানুষ। আমরা মনে করি সে এটা নিয়েও খেলবে, গত বছরও খেলেছে। আমরা ধরে নিয়েছি মাশরাফী খেলবে”

গত বছরের বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। যদিও তরুণ এ ব্যাটার এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন। এছাড়াও সে বছর দারুণ পারফর্ম্যান্স করেছিলেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসানরা। রাজিন সালেহর আশা, এ বছরও দলে আসা খেলোয়াড়েরা গতবারের মত দারুণ কিছু করে দেখাতে পারবে।
তিনি বলেছেন, “সিলেট টিম যারা খেলেছে, একদম জিরো ছিল ওরা হিরো হয়ে গেছে। তাওহীদ হৃদয় একদম হিরো হয়ে জাতীয় দলে গিয়েছে, শান্ত নিয়মিত পারফর্ম্যান্স করছে এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছে। তো আমি মনে করি, আমাদের অবশ্যই কিছু ন্যাশনাল প্লেয়ার আছে। ইয়াসির আলী-মিঠুন আছে, আমাদের আশা থাকবে তারা ভালো খেলে বাংলাদেশ টিমে আবার প্রতিনিধিত্ব করবে”