১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বিপিএলে এক ম্যাচেই বিসিবির আয় কোটি টাকা!

- Advertisement -

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। বিশ্বের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগের মতো বিপিএলেও চলে অর্থের ঝনঝনানি। এই টুর্নামেন্টে বিভিন্ন খাত থেকে বড় অঙ্কের অর্থ আয় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রচার স্বত্ত্ব, স্পন্সরশীপ ও ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ প্রতি মৌসুমের বিপিএলের ম্যাচপ্রতি কোটি টাকার উপরে আয় করে বিসিবি।

বিপিএলের সবচেয়ে বড় আয়ের খাত সম্প্রচার স্বত্ত্ব। গত বছর তিন আসরের জন্য ১০৫ কোটি টাকায় সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করেছে বিসিবি। গড়ে প্রতি মৌসুমে ৩৫ কোটি টাকা করে পাবে বোর্ড। আগামী বিপিএলে ম্যাচ হবে মোটে ৪৬টি। যেখানে সম্প্রচার স্বত্ত্ব থেকে অর্ধ কোটির বেশি টাকা আয় করবে বিসিবি।

তিন আসরের জন্য টাইটেল স্পন্সরশীপ বিক্রি করা হয়েছে ১৬ কোটি টাকা। গত আসরে ৫ কোটি টাকা পেয়েছে বিসিবি। পরের দুই আসরে সাড়ে পাঁচ কোটি টাকা করে পাবে আয়োজকরা।

বিপিএলের আয়ের আরেক উৎস হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফ্রি। প্রতি মৌসুমে অংশগ্রহণ করার জন্য দেড়কোটি টাকা দিতে হয় বিসিবিকে। সাত ফ্যাঞ্চাইজি থেকে দশ কোটি টাকার উপরে আয় করবে আয়োজকরা।

শুধু বেশি বেশি আয় নয়, মোটা অঙ্কের ব্যয়ও করতে হয় আয়োজকদের। চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দলকে প্রাইজ মানি দিতে হয় বিসিবিকে।

১৯ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলে দশম আসর। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে হবে ঘরোয়া প্রতিযোতির সবচেয়ে বড় এ আসরের ম্যাচ। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img