২৭ জুলাই ২০২৪, শনিবার

বিপিএলে খেলা হচ্ছে না ডুসেনের, দুর্দান্ত ঢাকায় ইরফান

- Advertisement -

ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলা হচ্ছে না সাউথ আফ্রিকার ব্যাটার রেসি ফন ডার ডুসেনের। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও দেশি উইকেট কিপার ব্যাটার গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলামকে দলে ভিড়িয়েছে দুর্দান্ত ঢাকা।

রংপুর ছেড়ে দেশে ফিরে গেছেন চলমান বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। এছাড়াও তিস্তা পাড়ের দলটি ছেড়ে জাতীয় দলের হয়ে খেলার উদ্দেশ্যে চলে গেছেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি।

বিদেশি তারকার সংকট কাটাতে অনেক আগেই ডুসেনকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এসএ টি-টোয়েন্টি শেষে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল ডানহাতি এ ব্যাটারের। তবে সাউথ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার সময় ইনজুরিতে পড়েছেন ডুসেন। যার কারণে বিপিএলে খেলা হচ্ছে না তার। এমনকি পিএসএলে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। তবে রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।

অন্যদিকে দুর্দান্ত ঢাকা পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে ভিড়িয়েছে। সেই সাথে ২০২২ সালে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা উইকেট কিপার ব্যাটার তাহজিবুলকে দলে ভিড়িয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা টিম ম্যানেজমেন্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img