জাতীয় সংসদের হুইপের দায়িত্ব নিতে চলমান বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার দল সিলেট স্ট্রাইকার্স।
ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে বলেছে, “জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ–অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন”
মাশরাফীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে স্টাইকার্স কর্তৃপক্ষ। সেই সাথে তার ফেরার অপেক্ষার কথাও জানিয়েছে তারা। বিবৃতিতে তাদের অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, “ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে”
বিপিএলের দশম আসর শুরুর পর থেকেই মাশরাফীর খেলা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। আনফিট ও অনেকদিন ধরে মাঠের বাইরে থাকা ম্যাশ মাঠে নামায় অনেকেই সমালোচনা করেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের চাওয়া মাশরাফী পারফর্ম করুক আর না করুক তাকে তাদের মাঠে চাই চাই।
তবে মাঠে সিলেটকে সাফল্য এনে দিতে পারেননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। টানা ৫ ম্যাচ হেরেছে তারা, টুর্নামেন্টের একমাত্র দল সিলেট যারা এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। শুধু তাই নয়, অধিনায়ক মাশরাফীও পারছেন না পারফর্ম করতে ৫ ম্যাচে মাত্র ১ উইকেট নিতে পেরেছেন তিনি।