হারারেতে ভালো শুরু করেও অল্পতেই ফিরলেন সাকিব আল হাসান। তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে এসে পজিটিভ মনোভাবে ইনিংস শুরু করলেও বেশিদূর আগাতে পারেননি সাকিব, ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় উইকেট হয় আউট হয়েছেন ১৯ রানে।
সাকিব আল হাসান ব্যাট হাতে বেশ সাচ্ছ্যন্দেই খেলছিলেন প্রথম ওয়ানডেতে, তামিমের আউট হপও্যার পর রতান তোলার দায়িত্বটা নিয়েছিলেন নিজের কাঁধে। ভালো বলগুলি স্মমান দিয়ে খেললেও উইকেটের বাইরের বলকে করেছিলেন বাউন্ডারি ছাড়া। ১৯ রানে বিদায় নিয়ে নিজের ফিফটির অপেক্ষা আরও বাড়ালেন সাকিব আল হাসান।
তামিম ইকবালের মতো সাকিবের আউট হওয়ার বলও গুড লেন্থ থেকে লাফিয়ে উঠেছিল। কাট করতে গেলে ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ যায় অফসাইডে রিংয়ের ভেতর খেলোয়াড়ের হাতে। রায়ান বার্ল ক্যাচ ধরতে কোনো ভুল করেননি ফলে মুজ্রাবানির দ্বিতীয় উইকেটে পাওয়ারপ্লেতেই দুই সিনিয়রকে হারায় বাংলাদেশ।