গত কয়েক বছরে বাংলাদেশের সেরা বোলার শরীফুল ইসলামকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় আশা ছিল সকলের। হুট করে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটে যেন বদলে যায় সবকিছু। ইনজুরি থেকে সেরে উঠলেও টুর্নামেন্টে একটি ম্যাচেও একাদশে সুযোগ পাননি এই পেসার। বিশ্বকাপে ম্যাচ খেলতে সুযোগ না পাওয়া শরীফুলের মনে আছে আক্ষেপ। তবে কপালের উপরেই সবকিছু ছেড়ে দিয়েছেন তিনি।
শরীফুল বলেন, “কপালে যেটা লেখা ছিল সেটা নিয়ে তো কিছু করার নাই। আশা ছিল অন্তত একটা ম্যাচ খেলব। সেটা নিয়ে একটু কষ্ট লাগে”
এলপিএল খেলতে বুধবার (৩ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শরীফুল। লঙ্কান লিগের গত মৌসুমে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতালেও এবার শুরুতে দল পাননি এই পেসার। তবে ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে শরীফুল সুযোগ পেয়েছেন।
বিমানবন্দরে তিনি বলেন, “গত বছর একটা ম্যাচ খেলেছিলাম, এবার আবারো যাচ্ছি ইনশাআল্লাহ ভালো কিছু করব”
ভারতের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। অনেকে ভেবেছিলেন ওই ম্যাচে তার বদলে একাদশে সুযোগ পাবেন শরীফুল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তবে সে ম্যাচে দুই পেসার এবং অতিরিক্ত এক ব্যাটার খেলায় টিম ম্যানেজমেন্ট।
ওই ম্যাচে সুযোগ পাওয়ার বাড়তি আশা ছিল কি না এমন প্রশ্নের জবাবে শরীফুল বলেন, “আমি সব ম্যাচের জন্য তৈরি ছিলাম। কিন্তু টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করছিল। ওখান থেকে হয়তো ম্যাচ পাওয়া হয় নাই”