১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে শঙ্কা!

- Advertisement -

সোমবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব পরিকল্পনা জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একদিন পরই শোনা যাচ্ছে বাতিল হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। জি নিউজসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দিয়েছে এ খবর। তবে কি কারণে বাতিল হতে পারে এ বিষয়ে কিছুই জানায়নি তারা।

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধা ৭টায় হওয়ার কথা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বলিউডের নামকরা তারকারা পারফর্ম করবেন এমনটাই জানিয়েছিল বিসিসিআই। আশা ভোসলে, অরিজিত সিং, রণবীর সিংসহ আরও অনেক তারকাদের পারফর্ম করার কথা ছিল।

বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে হওয়ার কথা আয়োজন করার কথা ছিল ‘ক্যাপ্টেনস ডে’। তবে জি নিউজের খবর, উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হলেও নির্ধারিত সময়েই হবে ‘ক্যাপ্টেনস ডে’ এর আয়োজন।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে জমকালো আয়োজন করেছিল বাংলাদেশ

খালিস্তান আন্দোলনের এক নেতা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাশকতা করার হুমকি দিয়েছিল। এ কারণেই হয়তো অনুষ্ঠান বাতিল করতে পারে বিসিসিআই। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে আসলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কিনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img