আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন না টিম সাউদি। কিউই এ পেসারের জশ বাটলারের দলের বিপক্ষে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।
আগেই জানা গিয়েছিল, হাঁটুতে অস্ত্রোপছচারের পর পুরোপুরি সেরে না উঠায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। এবার সাউদিও ছিটকে যাওয়ায় তারকা দুই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে কিউইদের।
বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে ল্যাথাম বলেন, “কেইন উইলিয়ামসন আগে থেকেই নেই, এখন টিমকেও সাউদিকেও আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে”

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়ে। এরপরই তাঁর হাতে অস্ত্রোপচার করানো হয়। পুরোপুরি সেরে না উঠলেও বিশ্বকাপ দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি। প্রথম দুই প্রস্তুতি ম্যাচে সাউদিকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে এবার জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড।