১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘বিশ্বকাপের দলটা দিয়ে দিলে ভালো হতো’-রিয়াদ

- Advertisement -

প্রথম ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার ভার্চুয়াল প্রেস মিটিংয়ে মিরপুরের উইকেট এবং বিশ্বকাপের দল নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে কোচের সাথে হয়েছে আলোচনা, সিরিজ শুরুর আগে দল ঘোষণা করলে ভালো হতো মনে করেন রিয়াদও।

বিশ্বকাপের দল নিয়ে কোচের সাথে আলাপ হয়েছে রিয়াদের

কিউইদের বিপক্ষে সিরিজ, এরপরেই দল পাড়ি জমাবে বিশ্বকাপ টি-টোয়েন্টির আসরে অংশগ্রহণ করতে। ১০ তারিখের মধ্যে করতে হবে দল ঘোষণা, ইতোমধ্যেই নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত দলগুলো জানিয়ে দিয়েছে কারা থাকছে বিশ্বকাপের স্কোয়াডে। নিউজিল্যান্ডের সাথে সিরিজে থাকা খেলোয়াড়দের মধ্যেই হবে টাইগারদের চুড়া্ন্ত স্কোয়াড তা অনুমান করা গেলেও, ১৫ সদস্যের দলে যে বাদ পরতে হবে কয়েকজনকে সেটাও অস্বীকার করার উপায় নেই। কারা থাকবে, কারা বাদ পরবে এই নিয়ে খেলোয়াড়দের মধ্যেও কাজ করতে পারে দুশ্চিন্তা, যার প্রভাব পরতে পারে খেলোয়াড়দের পারফর্ম্যান্সেও।

“বিশ্বকাপের দল নিয়ে কোচের সাথে আমার কথা হয়েছে, আমরা দুজনই দল নিয়ে এক রেখাতেই অবস্থান করছি। আশা করি, নির্বাচকরা দ্রুতই দল ঘোষণা করে দেবে। নিউজিল্যান্ডের সাথে সিরিজের আগে দল ঘোষণা করলে ভালই হত, খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলতে পারত। কিন্তু এটা নির্বাচকদের কাজ। আমাদের কাজ হল খেলা, আমার মনে হয় খেলাতেই লক্ষ্য রাখা উচিত”- বিশ্বকাপের দল নিয়ে বলছিলেন রিয়াদ

মিরপুরের উইকেট নিয়েও কথা বলতে হয়েছে রিয়াদকে। মিরপুরের উইকেট কেমন হবে সেই ব্যাপারে নিশ্চিত হওয়াটা যে চ্যালেঞ্জিং জানিয়েছেন রিয়াদ।

“মিরপুরের উইকেট প্রেডিক্ট করা কঠিন। আশা করছি ভাল উইকেট হবে। যদি উইকেট আমাদের ভাবনার বিপরীত আচরণ করে, তাহলে আমরা সেটার সাথে মানিয়ে নিতে জানি। আগে থেকেই নিগেটিভ কিছু মাথায় রাখতে চাইনা। পজিটিভ ভাবনার সাথে মাঠে নামতে চাই”- জানিয়েছেন রিয়াদ

মিরপুরে বুধবার প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে বিকেল চারটায় মাঠে নামবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img