চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন কেইন উইলিয়ামসন। শঙ্কা ছিলো বিশ্বকাপ মিস করতে পারেন তিনি। তবে স্বস্তির খবর, নিউজিল্যান্ডের দলে ফিরছেন তিনি। কিউই এই তারকার ফেরার খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “আইপিএলে খেলতে গিয়ে পাওয়া চোট অনেকটাই সেরে উঠেছে। অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে কেন উইলিয়ামসনকে পাওয়া যাবে”
গত আইপিএলে ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে সম্প্রতি ইনজুরি কাটিয়ে নেটে ফিরেছেন কিউই তারকা। ইংল্যান্ডে দলের সাথে পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে কিউইদের ফাইনালে তুলতে বড় অবদান ছিলো ডানহাতি এই ব্যাটারের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। তাই ভারতের হতে যাওয়া এই মেগা এই আসরে তারকা এই ব্যাটারের ফিরে আসা নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে নিউজিল্যান্ড।