২৭ জুলাই ২০২৪, শনিবার

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উড়ন্ত সূচনা নামিবিয়ার

- Advertisement -

আগের দুই ম্যাচেই ছিলেন উইকেটশূন্য, স্কটল্যান্ডের সাথে প্রথম ওভারেই তুলে নিয়েছেন তিন উইকেট। পুরো ম্যাচ জুড়েই রুবেন ট্রাম্পেলমান ছিলেন অপ্রতিরোধ্য। নিজের চার ওভারে দিয়েছেন মাত্র সতেরো রান, প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিন স্কটিশ ব্যাটসম্যানকে। ট্রাম্পেলমানের শুরুর ধাক্কা না সামলাতে পেরেই মূলত নির্ধারিত বিশ ওভারে স্কটল্যান্ডে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ১০৯ রান। সর্বোচ্চ ৪৪ রান এসেছে মিচেল লিসকের ব্যাট থেকে।

প্রথম ওভারেই নিয়েছেন তিন উইকেট

টসে হেরে ব্যাটিংয়ে স্কটল্যান্ড; নিয়মিত অধিনায়ক কাইল কোয়েতজার একাদশে নেই ইনজুরির কারণে। ব্যাট হাতে ওপেনিংয়েও তাই এসেছে পরিবর্তন। জর্জ মুন্সির সাথে ওপেনিংয়ে ম্যাথু ক্রস। প্রথম বলটাই চতুর্থ স্ট্যাম্পে করলেন ট্রাম্পেলমান, কাট করার চেষ্টা মুন্সির। কিন্তু, বলটা ব্যাটের মাঝপথে লাগেনি, কোণায় লেগে উল্টো ভেঙ্গেছে স্ট্যাম্প! ম্যাচের প্রথম বলেই প্যাভিলিয়নের পথে মুন্সি। স্কটিশ ওপেনারের দেখানো পথ ধরেছেন ক্রিজে আসা দুই ব্যাটসম্যান কালাম ম্যাকলিয়ড এবং অধিনায়ক রিচি বেরিংটনও। প্রথম ওভারেই নেই তিন উইকেট!

লিস্কের ৪৪ রানের ইনিংসে ভর করেই ১০০ পেরিয়েছে স্কটল্যান্ড

শুরুর বিপর্যয় কাঁটিয়ে ওঠার চেষ্টায় তখন ক্রেগ ওয়াল্লেস-ম্যাথু ক্রস। কিন্তু, ওয়াল্লেসও পিচে থিতু হতে পারেন নি বেশীক্ষণ। পাওয়ারপ্লের শেষ ওভারে প্রথমবারের মতো বল করতে এসেই স্কটিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ডেভিড উইজা। ছয় ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ চার উইকেটে বাইশ।

বল হাতে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন উইজা

সেখান থেকে মিচেল লিস্ককে নিয়ে ৩৯ রানের জুটি ক্রসের। দলের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিংরুমে ফেরার আগে করেছেন ৩৩ বলে ১৯ রান। ক্রস ফিরলেও দলকে এগিয়ে নেয়ার কাজটা খুব ভালোমতোই করছিলেন লিস্ক; সতেরোতম ওভারে স্মিটের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ২৭ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস। লিস্কের ফেরার পর স্কটিশদের স্কোরবোর্ডে যেই ১০৯ রান উঠেছে, সেটাও গ্রিভসের ২৫ রানের ইনিংসের কল্যাণেই। নামিবিয়ার হয়ে জান ফ্রাইলিঙ্ক নিয়েছেন দুই উইকেট, ডেভিড উইজার সংগ্রহ একটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img