২ ডিসেম্বর ২০২৪, সোমবার

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের আধিপত্য, নেই দক্ষিণ আফ্রিকার কেউ

- Advertisement -

দ্বিতীয়বারের মতো ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। টুর্নামেন্ট শেষ হলেও এখনও দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে আলোচনা চলছেই। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও (আইসিসি) বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে। যেখানে স্বাভাবিকভাবেই আধিপত্য ধরে রেখেছেন চ্যাম্পিয়ন দল ভারত। তবে রানার্স আপ হলেও মূল একাদশে নেই দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার।

আইসিসির ঘোষিত একাদশে ভারতের ৬ জন, আফগানিস্তানের ৩ জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার একজন।

রোহিত শর্মাকে অধিনায়ক করে এ দলে রাখা হয়েছে ভারতের সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ ও আর্শ্বদ্বীপ সিংকে। আফগানিস্তানের হয়ে সুযোগ পেয়েছেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান ও ফজলহক ফারুকি। আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও অস্ট্রেলিয়া মার্কাস স্টয়নিস। এছাড়াও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া। তবে এ ই একাদশে রাখা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে।

বিশ্বকাপের সেরা একাদশ: 
রোহিত শর্মা, রহমানুল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জসপ্রীত বুমরাহ, আর্শ্বদীপ সিং ও ফজল হক ফারুকি

অতিরিক্ত: আনরিখ নর্কিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img