বিশ্বকাপ দল থেকে ছিটকে যেতে পারেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার। পায়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ক্রিকেটের সবচেয়ে বড় আসরে খেলা হচ্ছে না তার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অ্যাগারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস এ খবর দিয়েছে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অ্যাগার এখনো একটি ওয়ানডে বিশ্বকাপেও খেলেননি। তবে এবার সুযোগ এসেছিল তার সামনে কিন্তু চোটের কারণে ভারতে যাওয়া হচ্ছে না তার। সাউথ আফ্রিকার সাথে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন অ্যাগার। সবশেষ ম্যাচে ৪০ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ৪৮ রান।

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ সিরিজে বিশ্রামে ছিলেন অ্যাগার। চোট ও প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে তাকে ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল এ স্পিনারের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও খেলা হচ্ছে না অ্যাগারের।
এর আগে সাউথ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন ট্রাভিস হেড। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তার না খেলার সম্ভাবনা বেশি। অ্যাগারের চোটে কপাল খুলতে পারে মারনাস লাবুশেনের। ২১ বছর বয়সী লেগ স্পিনার তানভীর সাংহাও রয়েছেন বিশ্বকাপের ভাবনায়। এছাড়া ম্যাথু শার্টকেও দলে নিতে পারেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা।