শুরু হয়ে গেছে বিশ্বকাপের ক্ষণগণনা। এই মুহুর্তে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। টাইগাররা বিশ্বকাপে ভালো করবে এমনটাই চাওয়া সমর্থকদের। ব্যতিক্রম নন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব আল হাসানদের ভালো ও খারাপ সময়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে মাশরাফী বলেন, “আমি অবশ্যই আশা করছি, এই দল বিশ্বকাপে ভালো করবে কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কাম অন টাইগার, বিশ্বকে দেখিয়ে দাও তোমরা কতটা ভালো”
বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে ভারতে গেছে মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরা। প্রথম প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপর ১০ অক্টোবর জস বাটলার-বেন স্টোকসদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তাওহীদ হৃদয়-নাজমুল হোসেন শান্তরা।