২৭ জুলাই ২০২৪, শনিবার

বিশ্বকাপে ফিরতে প্রস্তুত ভিলিয়ার্স

- Advertisement -

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন নিয়মিত। সাউথ আফ্রিকা দলও নেই ফর্মে, ঘরের মাঠে কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টিয়েন্টি আর ওয়ানডে সিরিজ হেরেছে প্রোটিয়ারা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, দল চাইলে ফিরতে প্রস্তুত ভিলিয়ার্স।

রোববার কলকাতার বিপক্ষে খেলেছেন ৩৪ বলে ৭৬ রানের ইনিংস। প্রেস কনফারেন্সে ভিলিয়ার্স খোলাসা করেছেন জাতীয় দল নিয়ে তার ভাবনা। ম্যানেজমেন্ট যদি চায় তবে আবার সাউথ আফ্রিকার জার্সি গায়ে জড়াতে চান ভিলিয়ার্স।

‘সাউথ আফ্রিকার হয়ে খেলতে পারাটা অসাধারণ হবে। লাস্ট আইপিএলের বাউচারের সাথে আমার কথা হয়েছে। সে জিজ্ঞেস করেছে আমি ফিরতে চাই কিনা। আমি বলেছিলাম, অবশ্যই। যদি আমি স্কোয়াডে সুযোগ না পাই তবে ঠিকাছে কিন্তু সুযোগ পাওয়াটা অসাধারণ হবে‘

সাউথ আফ্রিকার কোচ বাউচার আগেই জানিয়েছিল, ভিলিয়ার্সের সাথে তার কথা হয়েছে।

ছবি: সংগৃহীত

‘  আমি ওকে আইপিএলে গিয়ে নিজের কাজ করতে বলেছি।   প্রতিযোগিতা শেষের মুখে তোমার সঙ্গে আবার এ নিয়ে কথা বলবো’

শেষ বছরও ভিলিয়ার্সের দলে ফেরার সম্ভাবনা জেগেছিল। তবে সব থমকে গেছে করোনাভাইরাসের প্রকোপে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img